আজ ৯ মার্চ ২০২৩ সকাল ১১ টায় আফরোজা হক রীনা, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৫০) এর সাথে এইড ফাউন্ডেশনের একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত) আইনটির সংশোধনী প্রস্তাবনার উপর আলোচনা হয়। একই সাথে আগামী বাজেটে তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট করারোপের বিষয়ে তার সমর্থন প্রত্যাশা করা হলে তিনি জানান, তামাক নিয়ন্ত্রণের বিষয়ে যেকোন ধরণের পদক্ষেপের সাথে উনি সংহতি প্রকাশ করছেন।
মহান জাতীয় সংসদে এ বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জনাব সাগুফতা সুলতানা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের অনীক।